Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch | না কোনও ছাপার ভুল নয় | এটা একটা গ্রামের নাম | ইংল্যান্ডের উত্তর পশ্চিম ওয়েলসের একটি গ্রাম | দেশের উষ্ণ স্থানগুলোর মধ্যে একটা | এবং ৫৮ অক্ষরের এই নাম অনায়সে উচ্চারণ করেছিলেন লিয়াম ডাটন | চ্যানেল ফোর-এর ওয়েদার প্রেজেন্টার | তাঁর এই অবলীলা-উচ্চারণ-এর ভিডিও-পোস্ট তুমুল জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায় |

ওয়েলশ-এ জন্মানো নায়িকা ক্যাথরিন জেটা জোনস উচ্ছ্বসিত লিয়ামের পারফর্ম্যান্স দেখে | তাঁর কথায়‚ ওয়েলশের জায়গার নাম উচ্চারণ করার কায়দা আছে | সেটা রপ্ত করতে না পারলে জিভ জড়িয়ে যাওয়া বা দাঁতে দাঁত লেগে যাওয়াই স্বাভাবিক |

এখানেই শেষ নয় | আরও আছে | নিউজিল্যান্ডের একটি পাহাড়ের নাম ‘ Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu.’
!

মহাকবি বলেছিলেন না‚ নামে কী আসে যায় …

আরও পড়ুন:  বন্ধ সিনেমা হল-এর মেঝে খুঁড়তেই বেরিয়ে এল একরাশ সুপ্রাচীন স্বর্ণমুদ্রা

NO COMMENTS