ন্যাড়াদার ডায়েরি

Devil's Dictionary-In Bengali

ন্যাড়াদা জ্ঞানী মানুষ | ব্যাপক জ্ঞানী | ন্যাড়াদার ভালো নাম একটা আছে | কিন্তু সে নামে ডাকলে ন্যাড়াদা চটে যায় | বলে – কেন, ন্যাড়াদা ডাকতে পারিস না! নামের প্রতি সুবিচার করতেই বোধহয় ফি হপ্তায় বেচু পরামাণিকের সেলুনে মাথা মুড়িয়ে আসে | মাসকাবারি ব্যবস্থা ;তাই রেটে কিছু ডিসকাউন্ট পায় | এই ন্যাড়াদা ডায়েরি লেখে | সে ডায়েরি পড়লে বোঝা যায় বেদ-বেদান্তে-গীতা-গুগলে যা লেখা আছে তা কত ভুল | যেমন‚ পরচর্চা কী? ন্যাড়াদার মতে‚ শরীরচর্চা না করেও চাঙ্গা থাকার একমাত্র উপায় | গরিব কে? যার রিব গোনা যায় | তো ন্যাড়াদার সেই ডায়েরির কিছু পাতা পাঠক পাঠিকার জন্য মেলে ধরলেন ন্যাড়াদার অনুগত চ্যালা তন্ময় চট্টোপাধ্যায় |

ভগবান – যার অদৃশ্য থাকার কারনে বহু মানুষের অন্নসংস্থান হয়েছে।
মহাপুরুষ – যার চরিত্রে আণুবীক্ষণিক খুঁতের খোঁজ মিললে সারা পৃথিবী জুড়ে ভূমিকম্প হয়।
সমালোচক – যিনি লেখককে তার লেখার জটিল তত্ত্বগুলি বুঝিয়ে দেন।
লেখক – যার শ্রেষ্ঠ লেখাটি এখনো ছাপাই হয়নি।
বৃদ্ধ – হয় “শ্রীচরণেষু” নতুবা শ্রী চরণে “সু”।

অশ্লীল – আড়ালে উপভোগ করে জনসমক্ষে যার নিন্দে করতে হয়।
স্ত্রৈণ – যার জীবনে স্ত্রীর প্রভাব রাহু কেতুর চেয়েও প্রবল।
ঈর্ষা – অক্সিজেনের মত আরও একটি জ্বলন সহায়ক
প্রেম – সেই হৃদয়ে ঘটে যার বাইপাশ করা যায় না।
বিবাহ – জীবনে পরিবর্তনের জন্য যে বন্ধন, পরিত্রাণের জন্য যে বন্ধন ছেদ।

শ্রদ্ধা – বিরল প্রজাতির প্রানী যার আশু সংরক্ষণ প্রয়োজন।
নিন্দুক – উচ্ছেকে যার অস্বাভাবিক তেঁতো আর চিনিকে অস্বাভাবিক মিষ্টি বলে মনে হয়।
প্রতিবেশী – আপনার নিকটের সেই মানুষটি যিনি আপনার আনন্দে ও দুঃখে চোখের জল না ফেলে পারেন না।
রাজনীতিক – নীতি আর অনীতির ভেদাভেদ যিনি রাজকীয় মর্যাদায় নিমেষে দূর করতে পারেন।
ভদ্রলোক – প্রশংসা বা গালিগালাজের প্রতিক্রিয়ায় যিনি কেবল মুচকি হাসি ছাড়েন।

ছোটলোক – অভ্যাসগুনে দীর্ঘদেহীরাও দিব্যি হতে পারেন।
মিথ্যে – যা না থাকলে পৃথিবী নরক হতো।
সত্য – যা অন্যকে বললে মনে রাখতে হয় না।
অভিমান – শরতের মেঘ, হালকা বৃষ্টি দিয়েই যা শেষ হয়।
সুখ – অলীক হলেও যার আগমন ভাবনা বেশ তৃপ্তিদায়ক

রাগ – মনের দাবানল।
শীত – যার আসা বা না আসা – দুটোই আমাদের দুর্ভাবনার কারণ।
বসন্ত – শরীরে গুটি বসন্ত দেখে বুঝতে হয় যে তিনি এসেছিলেন।
পেটরোগা – “পোয়েটিক পেট” এর মালিক।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.