বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ অন্তর্জালে আগামী রবিবার ২৮ মার্চ ২০২১।
বিশ্বের ছয়টি দেশ থেকে একযোগে প্রকাশিত হতে চলেছে বাংলা ওয়ার্ল্ডওয়াইডের এই সংকলন ” সংগ্রাম, সিদ্ধি, মুক্তি” স্মরণিকা।
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে, দেশে কিংবা প্রবাসে যেখানে যত বাঙালি আছে, বাংলা ওয়ার্ল্ডওয়াইড ছোট বড় নানা প্রচেষ্টা নিয়ে তাঁদের দরজায় কড়া নাড়তে চায়। বাঙালি পাঠক থেকে লেখক, সহযাত্রী থেকে শুভার্থী সকলকে নিয়ে বাংলা ওয়ার্ল্ডওয়াইড আন্তর্জালিক সংকলনের যাত্রা ইতিমধ্যেই স্বীকৃত। এই ধারাবাহিকতায় এবার আরেকটি নতুন সংকলন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগ দিয়ে ছিলেন বা যাদের পরিবারের সদস্যরা ছিলেন মুক্তিযুদ্ধের অংশ, সেই সমস্ত বাঙালির কলমে উঠে এসেছে সেই ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিকথা। আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ থেকে বিশিষ্ট ও বিদগ্ধ ব্যক্তিবর্গ তাঁদের স্মৃতিকথা তুলে ধরেছেন। এই নিয়েই বাংলা ওয়ার্ল্ডওয়াইডের স্মরণিকা – সংগ্রাম, সিদ্ধি, মুক্তি”
এই স্মরণিকাটি অনলাইনে পড়বার সুযোগতো থাকছেই সেইসঙ্গে ই-বুক প্রকাশিত হবে এবং মুদ্রিত হয়েও বেরোবে এটি।এই সংকলনের নেতৃত্বে অধ্যাপক পবিত্র সরকার এবং প্রচ্ছদ করেছেন মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দীন।
এই বিশেষ গ্রন্থ প্রকাশ উপলক্ষে বাংলা ওয়ার্ল্ডওয়াইড একটি ওয়েবিনারের আয়োজন করেছে আগামী ২৮ মার্চ রবিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং ভারতীয় সময় রাত ৮:৩০ টায়।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-
ড. মোস্তাফা জব্বার, মুক্তিযোদ্ধা, মাননীয় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ
অধ্যাপক রফিকুল ইসলাম,
ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা; বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির সভাপতি, ঢাকা।
অধ্যাপক পবিত্র সরকার,
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা।
আবদুল গাফ্ফার চৌধুরী, সাংবাদিক, সাহিত্যিক, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির লেখক, ইংল্যান্ড।
শাহাবুদ্দিন আহমেদ,
মুক্তিযোদ্ধা, শিল্পী, ফ্রান্স।
সৈয়দ হাসান ইমাম, মুক্তিযোদ্ধা,অভিনেতা ও চিত্র পরিচালক, বাংলাদেশ।
রামেন্দু মজুমদার, মুক্তিযোদ্ধা, খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব, একুশে পদকে সম্মানিত, ঢাকা।
ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক, যুক্তরাষ্ট্র।
আরমা দত্ত, মুক্তিযোদ্ধা,
সমাজ ও মানবাধিকার কর্মী, সাংসদ, ঢাকা।
মেহনাজ মোমেন, টেক্সাস এঅ্যান্ডএম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, আমেরিকা।
দ্যুতি অরণি, মুক্তিযোদ্ধা শহীদের কন্যা, লেখিকা, কানাডা।
ডাঃ ইমতিয়াজ আহমেদ,
বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ, সাংস্কৃতিককর্মী, লন্ডন।
ড. মো: মোফাকখারুল ইকবাল
প্রথম সচিব (প্রেস) বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।
ড. দেবদূত ঘোষঠাকুর
আনন্দবাজার পত্রিকার প্রাক্তন চিফ রিপোর্টার, কলকাতা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মাননীয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়
প্রাক্তন প্রধান বিচারপতি কলকাতা ও বম্বে হাইকোর্ট,সভাপতি বাংলা ওয়ার্ল্ডওয়াইড, কলকাতা।
অনুষ্ঠানের সঞ্চালনায় স্নেহাশিস সুর, সভাপতি, কলকাতা প্রেস ক্লাব।
অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – https://live.swecha.org/banglaworldwide