মাত্র ৪২ বছরের জীবন | তাতেই তিনি ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার | তাঁর ১১৪ তম জন্মবার্ষিকীতে চলুন ঘুরে আসি প্রবাদপ্রতিম শিল্পী কে. এল সায়গলের জীবনের ইতিউতি থেকে |
# ১৯০৪ সালের ১১ এপ্রিল কুন্দনলাল সায়গলের জন্ম জম্মু শহরে | বাবা ছিলেন জম্মুর রাজপরিবারের কর্মী | গৃহবধূ মা অত্যন্ত ভক্তিমতী | মায়ের সঙ্গে ছোট্ট কুন্দন যেতেন বিভিন্ন ধর্মীয় আসরে | নিজের মনেই গুনগুন করতেন ভজন কীর্তনের সুর |
# স্কুলের পড়া বেশিদূর এগোয়নি | খুব ভালবাসতেন রামলীলায় সীতা সাজতে |
# স্কুল শেষে কাজ করেছেন ভারতীয় রেলে | সেলসম্যান হয়ে রেমিংটন কম্পানির টাইপরাইটারও বেচেছেন |
# লাহোরের ব্যবসায়ী মেহরচাঁদ জৈনের সঙ্গে বন্ধুত্ব হয় যৌবনে | তাঁর উৎসাহেই গানের কেরিয়ার শুরু করেছিলেন |
# তখন ভারতীয় সিনেমার ভরকেন্দ্র কলকাতা | সেখানে এসে রাইচাঁদ বড়ালের কাছে নিউ থিয়েটার্সে কাজ নিলেন উঠতি গায়ক কুন্দনলাল | তখনকার দিনে বেতন মাসে ২০০ টাকা |
# ১৯৩৪ সালে HMV থেকে বের হয় তাঁর প্রথম গানের রেকর্ড | পাঞ্জাবি গান গেয়েছিলেন |
# তার আগে ১৯৩২ সালে প্রথম সিনেমা‚ মহব্বত কে আঁসু | ১৫ বছরের কেরিয়ারে অভিনয় করেছিলেন মোট ৩৬ টি ছবিতে | ২৮ টি হিন্দি‚ ৭ টি বাংলা ও ১ টি তামিল ছবি |
# ১৯৩৫ সালে হিন্দিতে দেবদাস তাঁর প্রথম সুপারহিট ছবি | বাংলা দেবদাস ছবিতেও ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন |
# চণ্ডীদাস‚ ভক্ত সুরদাস‚ তানসেন, স্ট্রিট সিঙ্গার তাঁর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম | অভিনয় ও গান‚ দু দিকেই নজর কেড়েছিলেন | শোনা যায়‚ ১৯৩৪ সালে মুক্তি পাওয়া চণ্ডীদাস দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বালিকা লতা মঙ্গেশকর | শিশুর সারল্যে বলতেন‚ ওই নায়কই একদিন তাঁর স্বামী হবেন !
# এতটাই দক্ষতার সঙ্গে বাংলা ভাষা শিখেছিলেন অভিভূত হয়েছিলেন স্বয়ং বিশ্বকবি | প্রথম এই অবাঙালিকে অনুমতি দিয়েছিলেন তাঁর গান গাইবার | কবি বলতেন‚ কে এল সায়গল তাঁর গান তাঁর থেকেও ভাল করে পরিবেশন করেন |
# ১৯৩৫ সালে বিয়ে করেন তিনি | স্ত্রী ছিলেন আশারানি | তাঁদের এক পুত্র মদনমোহন ও দুই মেয়ে নীনা‚ বীণা | এছাড়া দাদার মৃত্যুর পর তাঁর মেয়ে দুর্গেশনন্দিনীকে দত্তক নিয়েছিলেন কে এল সায়গল |
# ১৯৪৭ সালে জলন্ধরে প্রয়াত হন এই অবিস্মরণীয় শিল্পী | শেষ জীবনে সুরাসক্ত হয়ে পড়েছিলেন |
# লতা মঙ্গেশকর‚ কিশোর কুমার‚ মহম্মদ রফি‚ মুকেশ প্রমুখ শিল্পীরা সঙ্গীতগুরু বলে মেনে এসেছেন কিংবদন্তিসম কুন্দনলাল সায়গলকেই |
arey last er ta to Mukesh jir chhobi…Saigal er na…