Lekhak Anjan Mukhomukhi
অঞ্জন দত্তের সমস্ত সৃষ্টির গোড়ার কথা লেখা। তা সে নাটক, বিজ্ঞাপন, গান, সিনেমা, যাই হোক। তিনি বিশ্বাস করেন, ‘সাহিত্য সব থেকে বড় আর্ট ফর্ম।’ সেই অঞ্জন এবার লিখে ফেলেছেন রহস্য কাহিনি ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’।
নিজের এই লেখালিখি নিয়েই কথা বলবেন শিলাদিত্য সেন-এর সঙ্গে।