বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা খাবলি l কিছু বাংলা শব্দের বর্ণ ও চিহ্ন খাবলে নিয়ে নেওয়া হয়েছে l শূন্যস্থানে সঠিক বর্ণ চিহ্ন বসিয়ে চিনে নিন শব্দ l সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার l তাহলে আর দেরি কেন? চটপট খেলুন আর পেয়ে যান পুরস্কার


অনিবার্য কারণে গত সপ্তাহে আমরা খেলা দিতে পারি নি l গত ৭ আগস্টের খেলার সঠিক উত্তর হল – দাদখানি, পাতলুন, কানখড়কে, বলকারক
সঠিক উত্তরদাতাদের নাম –শ্বেতা মণ্ডল, মধুছন্দা ভট্টাচার্য, মালা সাহা, হিমাংশু মান্না, পত্রালি চন্দ্র