ক্যাম্পবস্তির বালকবেলা: পর্ব ৪
রিফিউজিদের ঘরে ঢুকতে দিবি না৷ ওরা সব ক-টা চোর৷ খুন করতেও পারে৷ ওরা হাফ মুসলমান৷ মুসলমানদের সঙ্গে ঘর করেছে একশো বছর৷ হ্যাজাপচা জায়গার বাঙাল, আমাদের ঘরে আসে কোন সাহসে? … উদ্বাস্তু কলোনির জীবন মধুময় পালের কলমে। আজ পর্ব ৪।