বাংলা লাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা লোপাট l খেলায় দেওয়া শব্দগুলো থেকে চিহ্নগুলো লোপাট করে দেওয়া হয়েছে l আপনাকে সেই চিহ্নগুলো খুঁজে সঠিক শব্দ চিনে নিতে হবে l সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার l তাহলে আর দেরি কেন? খেলুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার l


গত সপ্তাহের সঠিক উত্তর: উপনিষদ, হলফনামা, মানবজাতি / নবাবজাদা, তালনবমী
গত সপ্তাহে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী: আশুতোষ চক্রবর্তী, বন্দনা বোস শ্রীরূপা মুখার্জি, মুস্তাফিজুর রহমান, রচনা কোলে