বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা পরবর্ণ। মূল শব্দের প্রত্যেকটা বর্ণের ঠিক পরের বর্ণ দিয়ে শব্দটা লেখা আছে। বর্ণমালা মনে রেখে একধাপ পিছিয়ে এসে চিনে নিন সঠিক শব্দ। কার এবং ফলা চিহ্নগুলো একই রাখা হয়েছে, যুক্তাক্ষর হিসেবে ধরা হয়নি। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? উত্তর দিন ঝটপট।


গত সপ্তাহের সঠিক উত্তর: পৃথগন্ন, কুম্ভীর, রূপান্তর, উন্মত্ততা
লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী হলেন : সুদীপ শিকদার, অঙ্কিতা দত্ত, শ্রেয়া ধারা, প্রতাপ মিদ্যা, শুক্লা ঘোষ