বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা খাবলি। কিছু বাংলা শব্দের বর্ণ আর চিহ্ন খাবলে খেয়ে নেওয়া হয়েছে, মানে ওই লোপাট করে দেওয়া হয়েছে। আপনাকে শূন্যস্থানে ঠিক বর্ণ আর চিহ্ন বসিয়ে সঠিক শব্দ খুঁজে নিতে হবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে ছবিতে। তাহলে খেলতে শুরু করে দিন ঝটপট। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি না করে খেলতে শুরু করে দিন।


গত সপ্তাহের খেলার সঠিক উত্তর : নিবিড় বিড়ঙ্গ, গ্রামমৃগ মৃগশিরা, ধর্মবিদ্যা বিদ্যাগ্রহ
বাংলালাইভ এবং শব্দবাজির এবারের খেলায় একজনও সবকটি ঠিক উত্তর দিতে পারেন নি। তাই আজ আর কাউকে বিজয়ী ঘোষণা করা হলো না। পরের খেলা আগামী বুধবার ঠিক রাত আটটায়।