আমাদের তরফ থেকে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।
বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা পরবর্ণ। মূল শব্দের প্রত্যেকটা বর্ণের ঠিক পরের বর্ণটা দিয়ে শব্দটা লেখা আছে। বর্ণমালা মনে রেখে, একধাপ করে পিছিয়ে এসে, ঠিক বর্ণ বসিয়ে শব্দগুলো চিনে নিন। কার ও ফলা চিহ্নগুলো একই রাখা হয়েছে।
সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? খেলে ফেলুন ঝটপট।


গত সপ্তাহের খেলার সঠিক উত্তর – বিধায়ক, লালবাতি, হাতছাড়া
গত সপ্তাহের লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ীর নাম – মামনি দত্ত, মনিকা পাল, রাখী দত্ত, পৌলমী গাঙ্গুলি, নীতিশ সাহা