বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা খাবলি। এখানে দেওয়া কিছু শব্দের বর্ণ আর চিহ্ন দুটোই খাবলে খেয়ে নেওয়া হয়েছে। শূন্যস্থানে সঠিক বর্ণ আর চিহ্ন বসিয়ে শব্দটা চিনে নিন। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তবে আর দেরি কীসের? খেলুন আর জিতুন।


গত সপ্তাহের সঠিক উত্তর: গড়খাই, নগাধিরাজ, মুসাফিরখানা
গত সপ্তাহের লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ীর নাম: অভিজিৎ নাথ, সুমিত শংকর, সর্বানী আদক, শুভ্র প্রকাশ পাল, মানব ঘোষ