বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা যুক্তাক্ষরী । কয়েকটা শব্দের যুক্তাক্ষর থেকে বর্ণ লোপাট করা হয়েছে l তবে কোন জায়গা থেকে কোন বর্ণ লোপাট করা হয়েছে সেটা চিনে নিতে হবে আপনাকেই l পাঁচজন সৌভাগ্যবান সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন পুরস্কার l তাহলে আর দেরি কেন? চটপট খেলুন আর ঝটপট জিতে নিন আকর্ষণীয় পুরস্কার l


গতবারের খেলার একটি সম্ভাব্য সমাধান-
পশুশালা – শালাবউ, দুরাশয় – শয়তান, ষড়যন্ত্র – যন্ত্রপাতি l
এই খেলার একাধিক সমাধান সম্ভব
লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী হলেন: রাজীব কুণ্ডু, তপতী চক্রবর্তী, শাশ্বতী মুন্সী, জয়শ্রী চ্যাটার্জী, মায়া ইসলাম