আমাদের অন্ধকার বিস্মৃতির তল থেকে
খানিক ইশারা আসে, বুদবুদ আসে।
ক্রমে তারা ফুলে ওঠে নিবিড় আক্রোশে
স্মৃতির বারান্দা গ্রিল তছনছ করে তারা
উঠে যায় দূর শূন্যে, বৃষ্টিখণ্ডে, অনাথ নীলিমা
আমাদের ভয় হয়, ভালবাসা হয়
স্পর্শাতীত বিন্দুগুলি আচ্ছন্ন বর্শার মতাে
সারি সারি নেমে আসে তলপেটে, ঘুমে
স্লুইস গেটের টানে খুলে যায় ছলছল উষ্ণ লাল
খুলে যায় আদিম ব্রুয়ারি
ছবি সৌজন্য Wikimedia Commons
সন্দীপন চক্রবর্তী কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিদ্যায় স্নাতকোত্তর। নব্বই দশকের মাঝামাঝি থেকেই নানা পত্রপত্রিকায় লেখা শুরু। গবেষণা করেছেন 'কৃত্তিবাস' পত্রিকার ইতিহাস নিয়ে, এ-বাংলার নব্বই দশকের কবিদের নাগরিক কাব্যভাষা নিয়ে। সম্পাদনা করেছেন 'পাঠকই কবিতা' পত্রিকা। এযাবৎ প্রকাশিত কবিতার বই 'জীয়নকাঠি মরণকাঠি', 'কারাই সময় নেই দাঁড়ানোর', 'বাতাসের দোষ নেই', 'শরণার্থী শব্দদল' ইত্যাদি। ২০১৯ সালে দেজ় থেকে প্রকাশিত হয় সন্দীপনের করা গুলজ়ারের উর্দু কাব্যগ্রন্থ 'মাশকুক নজ়মে'-র বাংলা ভাষান্তর 'সন্দেহজনক কবিতা'।