















(Gangasagar)
(Gangasagar)
গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগর। মকর সংক্রান্তিতে তীর্থ ও মেলার আয়োজনে সেজে ওঠে এই সঙ্গমস্থল, হয়ে ওঠে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তীর্থযাত্রা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই স্থানে পবিত্র স্নান করতে সমবেত হন।
মকর সংক্রান্তিতে কপিল মুনি মন্দিরে পুজো এবং নৈবেদ্য প্রদান করা হয়। কর্দম মুনির পুত্র ঋষি কপিল মুনি ছিলেন ভগবান বিষ্ণুর আশীর্বাদপুষ্ট অবতার। রাজা সগর তখন বিশ্বজয়ের জন্য অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করছিলেন। স্বর্গের অধিপতি ইন্দ্র দেব ঈর্ষিত হয়ে যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমের কাছে লুকিয়ে রাখেন।
মুনির আশ্রমে ঘোড়াটি পেয়ে সগর রাজার পুত্ররা তাঁকেই চোর ভেবে দোষারোপ করে। মিথ্যা দোষারোপে কপিল মুনি ক্ষুব্ধ হয়ে ষাট হাজার সগরসন্তানকে অভিশাপে ভস্মীভূত করেন। পরবর্তীকালে সগরের পৌত্র অংশুমানের পৌত্র ভগীরথ কঠোর তপস্যা করে পবিত্র গঙ্গাকে পৃথিবীতে এনে পূর্বপুরুষদের শাপমুক্ত করেন।
প্রাচীন এই উপাখ্যানে আস্থা রেখেই পতিতপাবনী গঙ্গার সঙ্গমস্থলে প্রতি বছর ভিড় জমান অগণিত পুণ্যার্থী। পাপ থেকে মুক্তি লাভের আশায়। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা ও সেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। জাতপাত ভুলে, সঙ্কীর্ণতা ফেলে সে দৃশ্য যেন ঐক্যের ভারত।sagar)
নেশা ও পেশা ফটোগ্রাফি। ডকুমেন্টারি স্টোরি টেলিং, স্ট্রিট ও ট্র্যাভেল ফটোগ্রাফিতে আগ্রহী।
