Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ওর’ম ফাটিও না!

[sny-user-articles]

সামনেই কালীপুজো। হাইকোর্ট বছর দুয়েক হল বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করছে। কিন্তু দূষণের কামাই নেই। নিষেধ অগ্রাহ্য করে পশুপাখির জীবন বিপন্ন করে বাজি ফাটানো অব্যাহত। বাজি ফাটানো বন্ধের আবেদন করলেন তমাল ভট্টাচার্য।

রেবতীভূষণের স্নেহধন্য কার্টুনিস্ট তমাল ভট্টাচার্যের প্রথাগত শিক্ষা গভর্নমেন্ট আর্ট কলেজে। তবে কার্টুনের প্রতি ভালবাসা অনেক শিশু বয়স থেকে। কলেজে পড়াকালীনই তাঁর কার্টুন ও অলঙ্করণ প্রকাশিত হয় নানা পত্রপত্রিকায়। সোনার বাংলা, গণশক্তি, কালান্তর প্রভৃতি সংবাদপত্র ছাড়াও কলকাতা দূরদর্শনের 'রঙ্গব্যঙ্গ' বিভাগে তাঁর কার্টুন ছিল নিয়মিত। প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করেছেন নির্মল বুক এজেন্সি, নিউ বেঙ্গল প্রেস, ন্যাশনাল বুক এজেন্সি, উজ্জ্বল সাহিত্য মন্দির প্রভৃতি প্রকাশনা সংস্থার সঙ্গে।

ভিডিও গ্যালারি