সাইড লাইনে দাঁড়িয়ে নায়ক হয়ে ওঠার গল্পটা
খুব একটা সহজ নয়
যেভাবে মৃত্যুর সঙ্গে সমান্তরাল হেঁটে যায়
অভিশপ্ত আয়ুরেখা
একটা নির্ভেজাল জীবনযুদ্ধে জাতিস্মর হয়ে ওঠে
শব্দের সাজানো বাগান 
পড়েছেন ইঞ্জিনিয়ারিং। বিচিত্র কর্মজীবনে কখনও আইটি কোম্পানিতে চাকরি কখনও সিনেমার স্ক্রিপ্ট লেখা এমনকি দৈনিক কাগজে ফ্রীল্যান্সও করেন। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রথম কবিতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়ির রথের মেলা নিয়ে মাত্র ১১বছর বয়সে। তার কথায় কবিতা কখনও অঙ্ক কখনও ডার্ক ফ্যান্টাসি। বিশ্বাস করেন নিজের দুর্বলতাকে সবলতা করাই সাফল্য।
 
								 
								 
								 
											 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								