(Bengali Playright & Theatre Director Asit Basu & Bhadra Basu) বাংলালাইভ আড্ডাস্কোপের এই পর্বে আমরা শুনব বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, পরিচালক, নাট্যদম্পতি অসিত বসু ও ভদ্রা বসু’র কথা। তাঁদের সঙ্গে কথা বলেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হল এই আলাপচারিতার প্রথম পর্ব
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।