পেশায় সমাজবিজ্ঞানের অধ্যাপক। কর্মক্ষেত্র হলদিয়া কলেজ। এককালে সাংবাদিকতা করেছেন চুটিয়ে। এখন অবসর কাটে গান শুনে, বই পড়ে আর চার বছরের ছেলের সঙ্গে নানাবিধ গভীর পরামর্শ করে। নেশা ছিল ভ্রমণের। বর্তমানে অতিমারীর প্রকোপে গৃহবন্দি জীবন। পুরনো অ্যলবামের পাতা উল্টে স্মৃতি রোমন্থন। বাড়িতে টিভি নেই। তবে ওয়েব সিরিজের পোকা।