পেশায় অধ্যাপক বিনতা রায়চৌধুরী গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জনপ্রিয়। কবিতা ও প্রবন্ধ লেখাতেও সমান দক্ষ। নিয়মিত বিখ্যাত সাহিত্যপত্রগুলিতে ওঁর লেখা প্রকাশিত হয়। যাপনলিপি, তূণীরে তিনটি তীর, আলোর রাত আঁধার রাত, নিঃশব্দ জলরব, তোমাকে ছুঁয়ে, ছকের বাইরে ওঁর কিছু প্রকাশিত বই।