সুকুমার সমাজপতি কলকাতা ময়দানের প্রখ্যাত ফুটবলার। ১৯৫৫-তে ইয়ং বেঙ্গলে ক্রীড়াজীবন শুরু। ১৯৫৯-তে যোগ দেন এরিয়ানসে। ১৯৬০-এ এক বছরের জন্য মোহনবাগানে। ৬১ থেকে পাকাপাকি ভাবে ইস্টবেঙ্গলে। ওই বছরই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন মারডেকা কাপে। এরপর রাজ্য এবং দেশের হয়ে বহুবার খেলেছেন যার মধ্যে রয়েছে ১৯৬৪ সালের প্রি অলিম্পিক। ১৯৬৮ সালে পায়ে আঘাতের কারণে অবসর নিতে বাধ্য হন। পারিবারিক সূত্রে সঙ্গীতের নেশা ছিল গোড়া থেকেই। অবসরের পর থেকে সঙ্গীতের জগতেই বিচরণ। তালিম নিয়েছেন মানস চক্রবর্তীর কাছে। বেতারে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘদিন সফলভাবে কাজ করেছেন।