কলকাতায় জন্ম, পড়াশোনা, বড় হয়ে ওঠা। কর্মসূত্রে কানাডায়। ফিজিওলজিতে মাস্টার্স, পেশায় কানাডা সরকারের কর্মচারী, আদ্যন্ত প্রকৃতিবিলাসিনী স্বাতীর প্রথম প্রেম বাংলা ভাষা আর কবিতা। রকি পাহাড়ের সানুদেশে স্বাতীর ঘর, পাহাড়ের সঙ্গে তাঁর নিত্য পরকীয়া। নেশা বাগান করার আর মাঝে মাঝে দু’চার লাইন বাংলা কলমচারিতার। বই পড়তে, গান শুনতে, আড্ডা দিতে আর হাসতে বড্ড ভালোবাসেন স্বাতী।