কলকাতা কথকতা আয়োজিত ও বাংলালাইভ ডট কম প্রযোজিত আন্তর্জাতিক বৈঠক-এর ৯ম পর্বের পরিবেশনা “বাদ্যযন্ত্র সমাহারে ঠাকুরবাড়ি”। উপস্থাপনায় : গৌতম ঘোষ।
বৈঠকের সার্বিক সহযোগিতায় বাংলালাইভ ডট কম।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।