সুদূর ক্যানাডার ক্যালগারিতে বসেও বেঙ্গলি অ্যাশোসিয়শন অফ ক্যালগারি বা বিএসি-র সদস্যরা মা দুর্গার বন্দানা করতে ভোলেন না| প্রতিবছরই মহা ধূমধামের সেখানে সঙ্গে উৎযাপিত হয় দুর্গা‚ কালি ও সরস্বতী পুজো| এইবছর ১২ থেকে ১৪ অক্টোবর দুর্গা পুজোর আয়োজন করেছে বিএসি| ৪২৬ জন বাঙালি পরিবার এই পুজোয় অংশগ্রহণ করবেন| পুজো আরম্ভ হয়েছিল ১৯৮১ সালে| এই মুহূর্তে সব মিলিয়ে চারটে দুর্গা পুজো হয় সেখানে| তবে বেঙ্গলি অ্যাশিসিয়শনের দুর্গা পুজো সব থেকে বড় ও প্রাচীন| প্রতি পাঁচ বছর অন্তর কুমারটুলি থেকে এয়ার ক্যানাডার বিমানে চড়ে ফাইবারের দেবীমূর্তি নিয়ে যাওয়া হয়|

বিদেশে উইকএন্ডে বা সপ্তাহন্তে পুজোর চল আছে| ক্যালগারিতেও তার অনথ্যা হয় না| শনিবারের সকালে অনুষ্ঠিত হয় ষষ্ঠীর বোধন‚ সন্ধ্যাবেলায় সপ্তমী| রবিবার অনুষ্ঠিত হয় অষ্টমী ও নবমীর পুজো| অন্য বছর ওই একই দিনে মাকে বিদায় জানানো হয়| কিন্তু এই বছর সোমবার থ্যাঙ্কস গিভিং -এর ছুটি তাই সেদিন সিঁদুর খেলা ও ঢাকের তালে নাচ হবে| পুজোর পাশাপাশি নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়| এই বছর কলকাতা থেকে শিসপিয়া ব্যানার্জি ও সা রে গা মা পা-এর ফাইনালিট শ্রেয়সী ভট্টাচার্য পারফর্ম করবেন| সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়ার ও ব্যাবস্থা থাকে| এছাড়াও প্রতিবছর পুজো উপলক্ষে একটি পত্রিকাও ছাপা হয়‚ যেখানে সদস্যদের লেখা গল্প‚ কবিতা ছাপা হয়| বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতিকে মনে রেখে পুজো করা হয় বলে সেখানকার মেয়র এবং ক্যানাডার প্রধান মন্ত্রীর অফিস থেকে প্রসংসাপত্র পাঠানো হয় বিএসি-র সদস্যদের|

১৯৭০ সালে ক্যালগারিতে অবস্থিত পঞ্চাশটা বাঙালি পরিবার মিলে তৈরি করেছিল বেঙ্গলি কালচারল অ্যাশোসিয়েশন অফ ক্যালগারি| তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে ধরে রাখা| কিন্তু তিনবছর বাদে মুসলিম সদস্যরা আলাদা হয়ে যান| ২৪ এপ্রিল ১৯৭৮ সালে বেঙ্গলি কালচারল অ্যাশোসিয়শন অফ ক্যালগারির জন্ম হয়| ১৯৮১ সালে অনুষ্ঠিত হয় প্রথম দুর্গা পুজো| ২০০৭ সালে নাম পরিবর্তন করে বেঙ্গলি অ্যাশোসিয়শন অফ ক্যালগরি করা হয়| এঁদের প্রধান উদ্দেশ্য হিন্দু ধর্মের প্রচার|

বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান ছাড়াও বিএসি নানা কাজের সঙ্গে যুক্ত হয়েছে| এর ফলে উপকৃত হয়েছে সমাজের সবাই| বিএসি নিয়মিত রেড ক্রস সোসাইটি কে আর্থিক ভাবে সাহায্য করে| এছাড়াও নিয়মিত রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়| এখানেই শেষ নয় বিভিন্ন সমাজিক কাজের সঙ্গেও বিএসি-র সসস্যরা যুক্ত আছেন
2 Responses
Dear sir, i’m expart commercial creative artist, i have passport. I requested ror get a chance for createive work myself. I weat for your kind reply over my mobil phone, for talk to you for details for my work. It is request from me. My mobile no 91 8o17114546 india. Thanking you.
My art woking experice as an artist over 30 years on exhibition work & puja decoration in new delhi arambagh puja samity & west bengal pavilion at pragati maidan, noida kalibari, uttar pradesh, mumbai exhibition centre, tumkur exhibition centre, karnataka, new bongaigaon in assam etc.