ভোররাতে এসে ফের বন্ধুদের সাথে দেখা হয়
ভোরের নরম আলো- রূঢ় হতে তার বাধে খুব
সারারাত যুদ্ধ ছোটে অন্ধকারে শুঁয়োপোকা রথ
এখন ভোরের মাঠে ভাঙা অস্ত্র, ভাঙা অভিযোগ
শিরস্ত্রাণ খুলে নিলে আজও প্রিয় বন্ধুটির মুখ
অন্ধকার গলে গলে হাওয়া আসছে দ্বৈপায়নতীরে
কী হলে কী হত… থাক, ভেঙে গেলে আয়না ভেঙে যায়
যতক্ষণ আলো আছে, উলুখাগড়া গল্প করি, আয়!
আমরা সকলে জানি তোর মতো শত্রু নেই আর
তোরাও আমার নামে ঢেলে দিস নিকষের রং
তবু দেখা হলে ফুল কেন ফোটে বাতিল কবরে?
তথাগত বুক ছুঁয়ে নীল হল ব্যক্তিগত শোক
যুদ্ধ ফের শুরু হবে, শিবিরে ফেরার পথে তাও
পা টিপে হেঁটেছি, আজ স্বপ্ন ভেঙে যেতে দেরি হোক…
* ছবি সৌজন্য – অনির্বাণ মুখোপাধ্যায়
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।