একটি মাছি
বারবার কী ভেবে মুখের
উপর এসে বসছে; ঘুরে-
ঘুরে কপোল
নাক, ওষ্ঠ, ভ্রু…
হালকা চুমো আঁকছে চুলে
বিরক্ত ঐ লোকটি দূরে তাকিয়ে আছে
এখানে ভিড়
একটি মাছি
তাকে সরিয়ে দেয়ার কেউ
নেই।
*ছবি সৌজন্য: Pexels
ফুয়াদ হাসানের জন্ম ১৯৭৯ সালে, বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করার পর শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। কবিতা লেখার শখ বরাবরই। প্রকাশিত গ্রন্থের সংখ্যা চার। তার মধ্যে উল্লেখযোগ্য: রাফখাতার কাটাকুটি, কাঁটাতারে কারাগারে।