প্রাচীন বটের মতো এত জটিল কেন জীবন?
বেজায় কাণ্ডজ্ঞান খাটিয়ে
হদ্দ খোঁজা খুঁজে দেখেছি –
জানি তো, শুনেছি তো
প্রকাণ্ড কাণ্ড কোথাও নিশ্চয়ই আছে!
এ জীবনের সব জটিল প্রশ্নের উত্তর আছে।
নিশ্চিত জানি।
সহজ-ই সবকিছু জানা,
এমন কঠিন কী আর?
সহজে উত্তর আমিও জেনেছিলাম সেদিন।
যে দিন দেখেছিলাম
ঘন-গভীর আশ্বিনরাতে
নৈঋতে মেঘ, বজ্রসম্ভব।
আর বাদবাকি গোটা আকাশটা জুড়ে
রং-বেরঙের
আলোয় তারারা খেলছে।
অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।