আমি বহু শব্দ ভুলে গেছি, যেমন তালুইমশাই, বেয়াইমশাই
আমি বহু নতুন শব্দ শিখেছি, যেমন ডাউনলোড, আপলোড
কত বসন্ত গেল
মানে খাগের কলম থেকে নোটপ্যাড
মানে ডাস্টবিন থেকে রিসাইকেল বিন,
আমার হাড়-মাস একদিন ভেঙে পড়ল ঝুরঝুর করে
আমার দেহ অতএব প্রোমোটারের বাড়ি
যেমন পদ্মপাতায় পানি, যেমন ঘুসঘুসে জ্বর।
দেহ ফুঁড়ে চারাগাছ গজাল
চারাগাছ একদিন মহাদ্রুম হল
ঠিক সেই ছায়াতলে কত শব্দ ফুটে উঠছে
বুড়ো আঙুলের নখ দিয়ে তুমি লিখে যাচ্ছ,
আমি তোমাকে, আমি তোমাকে…
কোনও নতুন শব্দ নেই
কোনও পুরোনো শব্দ নেই
গ্যারাজের ভাঙা বাসের মতো ভালোবাসা দাঁড়িয়ে আছে একা।
*ছবি সৌজন্য: Pixabay
পেশায় সাংবাদিক হলেও হৃদয়ে চিরনবীন কবি। এখনও বসন্ত এলে পলাশ ফুলের দিকে তাকাতে, কচি ঘাসের গন্ধ শুঁকতে আর সুপর্ণার বিরহে পাশ ফিরতে ভালোবাসেন। ছবি লেখেন গদ্যে। আনন্দবাজার পত্রিকার “অন্য পুজো” কলাম লিখে সুপরিচিত। পরে সেটি গাংচিল থেকে বই আকারে প্রকাশিত হয়। সম্প্রতি ফেসবুক কলাম নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর বই নুনমরিচের জীবন।
2 Responses
খুব ভাল লাগল। গ্যারাজের ভাঙা বাসের মতো ভালবাসা দাঁড়িয়ে একা। আহা! ❤🙏
খুব ভাল লেগেছে কবিতাটা।