১
কিছুটা আপোস করি, কিছুটা বদলে উঠি নিজে
কেন না এভাবে দেখে অভ্যস্ত মানুষেরা যদি
আলোচনা করে বসে
একান্তে, আমার বিষয়ে?
আবার খারাপ হয়ে লাভ নেই
বরং এবার
খানিক সম্ভ্রান্ত সাজি
মৃদু হাসি, সংযমী চোখ
আমার চরিত্রে দাগ জানে যারা এখন তাদের
খানিক দূরত্বে রাখি,
চাই ভালো হোক… (Poetry)
২
বাজারের থলি টেনে, দরজা খুলে দিয়ে
যে ছেলেটি তালিকাতে আসে,
হয়তো বোঝে না ছোঁড়া
নিয়মিত ঝুঁকে এই পিঠের ব্যায়াম
কতখানি ক্ষতি করে,
একদিন গদি সরে গেলে
কাঠের তক্তা মুছে বাকিটা জীবন কাটবে না
৩
ভাবি এই ভালো আছি, বিবাদের থেকে কিছু দূরে
কিছুটা উঁচুতে বসে, চা খাই, অসময়ে হাসি
খাবারে ছোবল মেরে নিয়ে যাওয়া শকুন জানে না
হাতের সিঙাড়াখানা পচে গেছে বহুকাল হল…
৪
দুপুরে ঘুমিয়ে উঠি, চাকরি রাখি, সন্ধের পর
যেটুকু নিজের পাই তর্ক নিয়ে মেয়েটির ঘুমে
নায়কের মতো ঢুকি
সে আমাকে ভয় পায় খুব
ক্ষোভের পাহাড় থেকে ধ্বস নামে নিয়মিত
সমতলে গাড়ি থেমে যায়!
আমরা সংসার আঁকি অপেক্ষা কুড়োই
শকুনে ছোবল মেরে নিয়ে যাক টুপির পালক…
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
আকাশ লিখতে ভালোবাসে, ভালোবাসে গাছপালা আর বাইক রাইড! একসময় খেলাধুলার সঙ্গে কাটিয়েছে এক দশকেরও বেশি সময়। গত বেশ কয়েক বছর ধরে বাংলা পোর্টালে কর্মরত। যদিও মন থেকে ব্যবসার প্রতি এক অদ্ভুত টান আছে তার!