(১)
অনড় জ্বর-ঘ্রাণ, সুধা মাখো
নম্র ছায়াতলে
আশ্চর্য, শিল্পের ভিতর
আমাদের প্রাচীন ঘুমে… (Poetry)
দরজা বন্ধ হয়ে যায়,
পর্দা সরিয়ে বেরিয়ে আসে গ্রহলিপি
এই অরণ্যধামে, যেন বসন নেই
দিন হারিয়েছে, ভূত ও ভবিষ্যতের ঢঙে…
(২)
নিদাঘ ঘনঘোরে এসো,
এই সুরে একান্ন পীঠের তালবাদ্য
বাজো, ক্ষমা হয়ে…
চেরীর স্বাদ ভুলে গেছে
হিমতীব্র জিভ।
দেহজ ঠাকুর,
নাচে, যেখানে কালের গভীর…
(৩)
আত্মার প্রবাসে আলো
ছিঁড়ে যায়, মার্গের জালক
তুমি কি নিবিড় হলে?
দশকের লোলচর্মে…
ফেরেনি শব্দের সমগ্রতা
এই ব্যস্ত, তরুণ বৈভবে
দেহের যত উন্মাদ গানে
বর্ণ ফেটে যায় ক্ষোভে…
(৪)
কেতর মুছে দাও
পাশ ফিরে শোয় দ্বৈত ভূমিকা
জলজ আত্মার দাঁতে
মাংসের করুণা
যে, কাল রাতে
হেঁটে এসেছে, প্রথম চরিত্রের শ্মশানে…
দ্রাবকের উপকূলে
ভাসে ছাই, তার
অমোঘ মুঠোর ধানে…
(৫)
উপাস্য মন্ত্রে জাগো
এই আদিবর্ণে ছিঁড়ে যায়
শব্দের পট, আকাঙ্ক্ষা
নরম খুনের প্রহরে
হাতে এক উল্কি আঁকি…
জট খুলে যায় দেহের
তোমার রহস্যের ভিতর
দানা বাঁধে, জন্মের মেহফিল…

অরিন চক্রবর্তী
অরিন চক্রবর্তী। উত্তর ২৪ পরগণার বারাসাতে বেড়ে ওঠা। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। ছোট পত্রিকা প্রিয়, শব্দের ভিতর কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে এই জীবন।