দ্রোণের রচনা চক্রব্যুহ –
অসহায় পাণ্ডবপক্ষ,
সংসপ্তক বধে ব্যস্ত জিষ্ণু
এগিয়ে এলেন অভিমণ্যু।
দ্বাররক্ষক জয়দ্রথ,
দেবতার বরে অজেয়-
ভয়শূন্য কিরীটিসুত
শুরু করেন বিক্রম।
তেজ গগনচুম্বী,
নাশে শত শত কৌরব।
সংহারে বৃষসেন, পদ্ম, লক্ষণ, উলূক
নিরুপায় দুর্যোধন, দেন পরামর্শ
অন্যায় যুদ্ধে লিপ্ত সপ্তরথী।
বাহিরের পথ অজ্ঞাত
মৃত্যু নির্ধারিত।
তবু একাই যুদ্ধে সুভদ্রানন্দন
বিবেক অনুপস্থিত, বুদ্ধি বিসর্জিত
পাণ্ডব শিবিরে হাহাকার
শরাঘাতে জর্জরিত বীর
চিরনিদ্রায় শায়িত
পিতার রাখেন মান –
এক শ্রেষ্ঠ বালকবীর।
বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলের ছাত্রী। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রিয় বিষয় সাহিত্য ও ইতিহাস। বিশেষ ভালোবাসা ছবি আঁকা আর ক্রিকেটে। ইতিপূর্বে লেখা প্রকাশিত হয়েছে ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডায় ও বাংলাদেশ থেকে প্রকাশিত ভ্রমণের প্রজাপতি গ্রন্থে। বারোটি দেশে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
6 Responses
অসাধারণ, সামনের দিনে আরো অনেক লেখা পড়ার আগ্রহ রইল।
Ashadharon hoyeche.
শরণ্যা, বেশ পরিণত লেখা।
দারুণ, পরের প্রকাশের অপেক্ষায় রইলাম।
অসাধারণ হয়েছে ।
অসাধারণ হয়েছে।আরো পড়তে চাই