(Poetry)
লালন
সিগারেট অনেক কমিয়ে দিয়েছি এখন
প্রায় ছাড়ার দিকে
শুধু স্টেশন থেকে বেরিয়ে ঐ দোকানটা
গিয়ে দাঁড়াতেই যে এগিয়ে দিত সিগারেট
হেঁটে পেরোনোর সময় রোজ দেখি
ঠোঁটচাপা লোকটা আমার দিকে তাকিয়ে
যেমন আমি তাকিয়ে থাকি
আমার ছোট হয়ে যাওয়া জামাকাপড়ের দিকে। (Poetry)


নথ
বড়মার খাটের নিচটায় ছিল অনেকখানি জায়গা
আমরা গড়াগড়ি খেতাম, একদিক থেকে অন্যদিকে
আমি আর পারুল
ওর নাকে সবসময় দেখতাম ছোট্ট একটা নথ
একদিন খাটের নিচে জোর করে ধরে
পারুল নথটা আমার নাকে ফুটিয়ে দিল
ব্যথায় কঁকিয়ে উঠেছিলাম
পাশ ফিরে সবিতা কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল,
“তুমি সবসময় এমন মেয়েদের মতো করো কেন!?”
সবিতা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণন
জানলার বাইরে দেখলাম আলো। (Poetry)
আড়াল
কাকা দাড়ি বাড়িতেই কামিয়ে নিত
গাল ভর্তি ব্রণ
আয়নায় দেখত সেলুনের গৌতম
কেমন একটা মুখ করে তাকায়
বাইরে বেরোলে কখনও হাফহাতা জামা পরত না
সব জায়গায় সবার শেষে দাঁড়িয়ে কাকা
নাম ধরে না ডাকা অবধি কোনওোদিন এগিয়ে যায় নি…
সেই কাকা একদিন কিছু না খেয়ে চলে গেল
ওদের ঘরে এখন শুধু কয়েকটা জামা
জামায় গন্ধ
আর কাকিমা
কাকিমা আমাকে প্রচন্ড ভালোবাসে
কাকিমার সব আছে
শুধু কাকার মতো আড়াল ব্যাপারটা নেই। (Poetry)


এঁটো
মাটিতে আমরা যেখানে দুজন শুয়েছিলাম
সেখানে দেখলাম অনেকগুলো পিঁপড়ে একসাথে ঘোরাফেরা করছে
মা’কে শুনলাম কাজের মাসীকে বলছে, “দ্যাখো গে কোথাও নিশ্চয়ই এঁটো লেগে আছে…” (Poetry)
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
সোদপুরে জন্ম, বর্তমানে হায়দ্রাবাদ নিবাসী। ইংরেজি ভাষা ও সাহিত্যের স্নাতক, সাথে ফরাসি ভাষায় ডিপ্লোমা। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। কবিতা প্রকাশিত হয়েছে আবহমান, চার নম্বর প্ল্যাটফর্ম, আবার বিজল্প, কবিতাপাক্ষিক সহ বেশ কিছু পত্রিকায়। পছন্দের বিষয় গান, সিনেমা এবং ফুটবল, সবচেয়ে পছন্দের কাজ একলা ঘরে পাইচারি করা।