১
অসুখ
অথচ দুঃখে এসে শান্ত হয়ে দাঁড়াবার উপায় নেই
দুদণ্ড দাওয়ায় বসে গল্প করা, দুঃখের গেরস্থালি
মানিয়ে গুছিয়ে নিয়ে থেকে যাব, তেমন ঘটে না
পুরনো সুখের কাঁটা বুকের গভীরে ঠিক বিঁধে থাকে
ভাঙা আয়নার মতো, দুবেলা জানান দেয়, কঠোর প্রহরী
অথবা ভোরের কুয়াশামাখা দূর গ্রামে মোরগের ডাক
সুখের ঠোকর লেগে স্বপ্ন ভাঙে, রক্ত পড়ে…
দিন শুরু হয়।
২
অন্ধকার
ক্যালেণ্ডারের ভেতর থেকে
মাথা তোলে তারিখের কাঁটা
আলোগুলো নিভিয়ে দাও
রাতের চুলে পাক ধরলেও
ঘুম আসে না, ঘড়ির শব্দ
বেয়নেট হয়ে তাড়া করে
সারারাত
বন্ধ দরজার কপাটে
ছুরির মতো এসে বিঁধছে
খাতার পিছনের পাতা
পুরনো ছবির ফোল্ডার
ফেসবুক মেমরি…
আলোগুলো, নিভিয়ে দাও।
ছবি সৌজন্যে: Pixnio
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।