সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ঘরে বাইরে ছবির জন্য প্রথম ভায়োলিন বাজিয়েছিলেন। সত্যজিৎ রায়কে ও তাঁর সুর ভাবনাকে আরও কাছ থেকে জানার সুযোগ পেয়েছেন। আজকের ভিডিওতে কথায় ও সুরে দেবজ্যোতি মিশ্র’র উপস্থাপনায় সত্যজিৎ রায়ের অসামান্য সেইসব সুরসৃষ্টি – ফেলুদার থিম মিউজিক থেকে ‘মম চিত্তে নিতি নৃত্যে’, ‘দেখো রে নয়ন মেলে’।
সত্যজিৎ রায়ের জন্মদিনে বাংলালাইভের পক্ষ থেকে এটাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজ দেখুন ১ম পর্ব…
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।