













(Butterfly) ‘কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা’ – প্রজাপতির পাখায় যখন রং ঝলকে ওঠে, এই বিবর্ণ শহরটা এক মুহূর্তে রঙিন হয়ে ওঠে। বিজ্ঞানের হাজার কথা, প্রজাপতি একটি পতঙ্গ, কত কী! সব ভুলে মন দেখে এক রঙের বাহার উড়ে বেড়ায় এক ফুল থেকে আরেক ফুলে। কত তাদের রঙের বাহার, কত বিচিত্র ওড়ার ভঙ্গি। বড্ড চঞ্চল এদের লেন্স বন্দি করার চেষ্টায় এই ফসল। (Butterfly)
আরও দেখুন: মুখোশের গ্রাম চড়িদা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতকোত্তর।পেশায় শিক্ষক। বেলুড় বিদ্যামন্দিরের ফোটোগ্রাফির ডিপ্লোমা। ভালোবাসেন বেড়াতে, ছবি তুলতে আর পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দিতে।
One Response
Apurbo