আগামী ১০ – ১২আগস্ট ২০২২, গোর্কি সদনে কলকাতা কথকতা আয়োজিত প্রদর্শনী। বিষয় – স্বাধীনতার ৭৫বছর। বিখ্যাত সংগ্রাহকরা অংশগ্রহণ করবেন, তাঁদের দুষ্প্রাপ্য সংগ্রহ নিয়ে। সংগ্রাহক অনিন্দ্য কর বললেন তাঁর সংগ্রহের কথা। উদ্বোধনে থাকবেন বিশিষ্ট গুনীজনেরা। আপনাদের সবার আন্তরিক আমন্ত্রন।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।