Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কবিতা নির্মাণ (কবিতা)

Bookmark (0)
Please login to bookmark Close

একটা কবিতা মানে কয়েকটা গল্প|
হাঁড়ি উথলানো খিদের সুঘ্রাণ উঠোন জুড়ে|
পেয়ারা গাছের মাথার উপর রোদ্দুর
জিরিয়ে নিচ্ছে বাড়ির পোষা মেনিটার মত|
কাপড়ের ভিজে আঁচল জুড়ে ঝাপটা মারছে
নোনা সমুদ্দুরের গন্ধ|
ছেলেরা এখন উবু হয়ে বসে|
বুড়োরা ওদের গল্প বলবে, যাদের মুখের
ভেতর রোদের জাফরি কাটা,
হরপ্পা মহেঞ্জোদারোর  প্রাগৈতিহাসিক চিহ্ন|
রান্নাঘরে এখন অস্থির সময়ের ইতিহাস
দ্রুত পট পরিবর্তনের আশায়
শান্ত হয়ে আছে| আর কিছু পরে
সে বসবে উঠোন ছুঁয়ে, একটা গোটা জীবন
পিঠে মেলে দিয়ে কবিতা লিখবে বলে|

জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে পি এইচ ডি ডিগ্রি করেছেন। কোনও প্রাতিষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত নন। ফ্রি ল্যান্স অনুবাদকের কাজ আর সামাজিক মাধ্যম এবং ছোট পত্রিকায় লেখালিখি করেন।

Picture of শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত

শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত

জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে পি এইচ ডি ডিগ্রি করেছেন। কোনও প্রাতিষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত নন। ফ্রি ল্যান্স অনুবাদকের কাজ আর সামাজিক মাধ্যম এবং ছোট পত্রিকায় লেখালিখি করেন।
Picture of শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত

শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত

জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে পি এইচ ডি ডিগ্রি করেছেন। কোনও প্রাতিষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত নন। ফ্রি ল্যান্স অনুবাদকের কাজ আর সামাজিক মাধ্যম এবং ছোট পত্রিকায় লেখালিখি করেন।

4 Responses

    1. অপূর্ব। শব্দ চয়ন, বিন্যাস, শৃঙ্খলা, বিষয় গভীরতা প্রকাশ

      ও একটি অবাক করা দৃশ্য কল্প ।
      মুগ্ধ ও অভিভূত । কবি আমার নমস্কার গ্রহণ করবেন ।দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস