













(Desert Life)
রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমির আঙিনায় আমাদের নয় দিনের পদচারণা। এই মরুদেশে ছড়িয়ে আছে হাজারো গল্পের রসদ। বালিয়াড়ির মাঝে লুকিয়ে থাকা গ্রামগুলোর বুকে প্রতিদিন লেখা হয় জীবন যুদ্ধের নির্মম কাহিনি। ঐতিহ্য আর আধুনিকতা সেখানে চলে হাত ধারাধরি করে। ময়ূর নেচে বেড়ায় আপন মনে, আপন ছন্দে। হরিণ ছুটে বেড়ায় মুক্তির আনন্দ গায়ে মেখে। পাখির দল উড়ে বেড়ায় এ ডাল থেকে ও ডালে।
এই দীর্ঘ পদযাত্রায় সাম গ্রাম, নিম কি ধানী, গাজুয়া কি বস্তি, বলিয়া কি ধানীর মতো গ্রামগুলোতে আমরা পেয়েছিলাম অপার ভালোবাসা। সেখানে সারল্য আর নিখাদ নির্মল আনন্দ মিলেমিশে আছে।
দিন বদলের সাথে সাথে মরুভূমি বদলাতে থাকে তার রঙ, রস, রূপের ডালি। ভোরের তির্যক সূর্যের আলোয় সে হয়ে ওঠে ঘোমটা টানা নববধূর মতো লাবণ্যময়ী। দুপুরের তীব্র দাবদাহে সে রুক্ষ, হৃদয়হীন, এক কঠিন কঠোর বাস্তব। আবার বিকেলের পড়ন্ত সূর্যালোকে সে ধীতস্থি, স্নিগ্ধ তাপসী। প্রকৃতির এই রূপবদল চিরকাল রয়ে যাবে মনের মণিকোঠায়। (Desert Life)
অসামরিক প্রতিরক্ষা দফতরের অন্তর্গত ইছাপুর মেটাল অ্যান্ড স্টীল ফ্যাক্টরিতে কর্মরত। ছোট বেলা থেকেই ভ্রমণের নেশা। পাহাড়, কোস্টাল, মরুভূমি মিলিয়ে প্রায় ২০ বছরের ট্রেকিং জীবন। ছবি তোলার পাশাপাশি লেখালেখিতেও আগ্রহ আছে।