অসংখ্য সংশয়ের মধ্যে… ক্রমশ…
কিছু কিছু বিশ্বাস একা হয়ে যাচ্ছে…
রোজ অসংখ্য ভুলে যাওয়ার মধ্যে
কিছু কিছু মনে পড়া একা হয়ে যাচ্ছে…
যেমন দুঃখের মতো ভিড়ে মিশে যায় মন
কিছু কিছু বেদনায় এসে… মন ও যোগ একা হয়ে যাচ্ছে…
অপরিচিত কিছু অব্যয়…
ধ্বনিময় সেতারের তার কেটে যাওয়া শব্দ…
ভীষণ ফাঁকা একটা অন্ধগলির ভিতরে…
হঠাৎ…
আমার ইন্দ্রিয়গুলো সাড়া দিয়ে ওঠে।
আমি একবার আকাশের দিকে তাকাই।
একবার নিজের দিকে তাকাতে তাকাতে…
নীরবতা কীভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়… দেখি।
*ছবি সৌজন্য: Pixabay
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তর। নিবাস কোন্নগর। পেশায় চলচ্চিত্র কারিগর। নেশা নানারকম। বিশ্বাস করেন পারমাণবিক পৃথিবীতে দাঁড়িয়ে নীরবতার অনুশীলনে।