তেলের দাম ঊর্ধ্বমুখী। কমার কোনও লক্ষণ নেই। এদিকে সরকার বাহাদুরের কোষাগার ভরবার আপ্রাণ চেষ্টায় মদের দাম কমছে। ডেল্টা, ওমিক্রনের দাপটে এমনিতেই অর্থনীতির নাভিশ্বাস উঠছে। তার মধ্যে ক্রমাগত চড়ছে তেলের দাম। আর ঘরবসা পাব্লিককে খুশ করতে, এবং কোষাগারে মা লক্ষ্মীর নুপূরনিক্কণ বাড়াতে ক্রমেই নীচের দিকে নামছে মদের দাম। ফলে গাড়ি গ্যারাজে দণ্ডায়মান। কর্তা বোতল নিয়ে গ্যারাজ হয়ে গিয়েছেন ঘরের কোণে। ইশকুল বন্ধ বলে ছেলেপুলের ফূর্তির প্রাণ গড়ের মাঠ। আর সবে মিলে ঘুম ছুটেছে মা জননীর। এহেন পরিস্থিতিকেই মজার ছবিতে ধরলেন অভিষেক চৌধুরী।
অভিষেক পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। খুব ছোটবেলা থেকেই কার্টুন-প্রেম। সেই ভালোবাসার টানেই প্রিয় কার্টুনিস্টদের আঁকা খবরের কাগজ থেকে কেটে নকল করতেন। এইভাবেই নিজের ইচ্ছে, উৎসাহ আর অনুসন্ধিৎসা সঙ্গী করেই কার্টুন আঁকা শেখা। ২০১৫ সাল থেকে কলকাতার কার্টুনদলের একনিষ্ঠ সদস্য।