মর্ত্য হতে স্বর্গলোক, করোনা মহামারী প্রভাব ফেলেছে সর্বত্রই !
সামনের পুজো, তাই পরিবার নিয়ে শ্বশুরবাড়ি আসার আগে মহাদেব বড়োই উদ্বিগ্ন, পাছে, এরই মধ্যে ফের লকডাউন না পড়ে যায়!!
মর্ত্য হতে স্বর্গেতে ভাই
মহামারীর শেষ যেন নাই!
চলছে মরণ দশা,
ঘরে ঘরে বছরভ’রে
সক্কলে ওই বসা।
কৈলাসেতে শিব পড়েছেন
মহা সব্বোনাশে,
আবার যদি হু-হু করে
তৃতীয় ঢেউ আসে?
আবার যদি লকডাউন হয়
গোটা কয়েক মাস?
চলবে তো না হাতিঘোড়া,
নৌকো, ট্রেন আর বাস।
ঘরের ভেতর বন্দি আবার
দু-তিনটি মাস ধরে!
ছেলেমেয়ে নিয়ে দুগগা
ফিরবে কেমন করে?
মর্ত্যবাসীর দশা দেখে
ভয় ধরেছে মনে,
শিববাবা তাই আগে-ভাগেই
টিকিট দেখেন ফোনে!
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্ট বিভাগে স্নাতকোত্তর পাঠরতা লাবনী পছন্দ করেন কার্টুন, ক্যারিকেচার, পোর্ট্রেট ও ইলাস্ট্রেশন। বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে লাবনী ইলাস্ট্রেশনকেই পেশা হিসেবে বেছে নিতে চান।