
“তু হ্যায় আগ মিলখা
বস তু ভাগ মিলখা…”
বস তু ভাগ মিলখা…”
ভারতের কিংবদন্তী অ্যাথলিট মিলখা সিং প্রয়াত হলেন ৯১ বছর বয়সে। পৃথিবীতে ‘উড়ন্ত শিখ’ নামে পরিচিত মিলখার জীবন ছিল বর্ণময়। ১৯৫৮ সালের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন মিলখার জীবনের সেরা মুহূর্ত ছিল ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা। যদিও পদক পাননি। চতুর্থ স্থানে ছিলেন। দৌড়ের শেষ মুহূর্তে পিছু ফিরে তাকিয়েছিলেন মিলখা। কিন্তু কেন, তা নিয়ে স্পষ্টভাবে কোথাও বলা নেই। এশিয়ান গেমসেও ৪টি সোনা আছে মিলখার। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে।
গত ২০ মে কোভিডে আক্রান্ত হন সস্ত্রীক মিলখা। স্ত্রী নির্মল কৌর মারা যান মিলখার পাঁচদিন আগে। মিলখা কোভিডের সঙ্গে অসম লড়াইয়ে প্রায় জিতেই গিয়েছিলেন। কিন্তু অলিম্পিকের মতোই শেষ মুহূর্তের অঘটনে উড়ে গেলেন অসীমে।
শঙ্খ কর ভৌমিকের জন্ম ত্রিপুরার আগরতলায়, উচ্চশিক্ষা শিবপুর বি ই কলেজে। বর্তমানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। প্রকাশিত বই 'সাত ঘাটের জল'। লেখালেখি ছাড়াও ছবি আঁকতে ভালবাসেন। ডিজিটাল এবং টেক্সটাইল মূলত এই দুই মাধ্যমে কাজ করতে স্বচ্ছন্দ।