যেই এঁকেছি আয় লেখা পুর, সাতটি মাটির বাড়ি…
অমনি রাখাল বাজায় বাঁশি পথ ভোলাতে পারি।
যেই এঁকেছি ধানের গোলা, বুলবুলি, বক, ফিঙে…
অমনি রঙিন একতারা ফুল বসলো গরুর শিঙে।
যেই এঁকেছি পাহাড় চূড়ো আকুম বাকুম ঘুড়ি…
অমনি পাগল বাউল বাতাস মন করে নেয় চুরি।
যেই এঁকেছি দেবদারু মন মেষ পালকের স্মৃতি…
অমনি আকাশ দেয় সাজিয়ে মেঘবালিকার চিঠি।
যেই এঁকেছি পাতার সাঁকো, যেই এঁকেছি তোকে,
অমনি বুকে চার মুঠো আর পাঁচ মুঠো রোদ ঢোকে।
মালিপাখি ছদ্মনামে কাব্যচর্চা করেন গদাধর সরকার। তাঁর জন্ম ১৯৬৭ সালে নদিয়ার কৃষ্ণনগরে। সেখানেই বেড়ে ওঠা। পেশায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী। নেশায় কবি। ছোটদের কথা, নীল আকাশ, টুকলু, তিতলি, জীবনকুচি প্রভৃতি পত্রিকায় ইতিমধ্যেই তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ডি এম লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই - মালিপাখির ছড়া সংগ্রহ।