ক.
আমাদের এই সাদা হয়ে যাওয়া শরীরে খানিকটা রং বেঁচে আছে। শীত এলে তাই দু-হাত দিয়ে ফাটা ঠোঁটকে আরেকটু চিরে, বের করে আনি রক্ত। রক্তের রং লাল। আপেলের রং লাল। শীত এলে আপেলে আপেলে ভরে যায় বাজার। এই উনিশ বছরে এসে জানতে পেরেছিন— লাল খোসার ভিতরে সমস্ত আপেলটাই সাদা। অগত্যা, এইরকম সাদামাটা একখানা জীবনে আমি আর পয়সা দিয়ে আপেল কিনি না৷ ফাটা ঠোঁট চিরে, লাল-লাল আপেলরঙা রক্ত চেটে খাই…
খ.
আপেল, আমি খেতে পারি না। আপেলের কথা উঠলেই আমার সেই কাশ্মীররঙা মেয়েটির কথা মনে পড়ে। যার সম্মতি পাওয়া হল না বলেই, এখনও আপেলে দাঁত বসাতে শিখলাম না আমি…
ছবি সৌজন্য: Needpix
অর্ঘ্য কমল পাত্র এই সময়ের তরুণতর কবি। জন্ম-২০০২ সালে। চন্দননগরের বাসিন্দা৷ ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে পাঠরত। বাংলা কবিতা ও সমাজতন্ত্রের থেকে অগাধ প্রত্যাশা। ২০২১ সালে প্রকাশিত একটিমাত্র ক্ষীণকায় কাব্যগ্রন্থ— ‘এখনই আত্মহত্যার সঠিক সময় নয়'
 বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ পায়...
 
								 
								 
								 
															 
											
 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								