পাথরে ছলনা নেই, সমস্ত সরল
ঠোঁটে তার ঠোঁট দিলে নেই কোনো পতনের ভয়।
এতটা সহজ করে ঘুম যদি টেনে নিত শেষে
শঙ্কাহীন মানুষেরা পোহাত আগুন সব শেষ-বিকেলের…
নদীদের স্রোত, ঘুর্ণি, জল
মৃদু হাসে, ডাক দেয়, ছড়ায় কটাক্ষ খুব ডিঙিদের দিকে।
কিছু ডিঙি ভাসে, দোলে। কিছু ডিঙি ডুবে যায় বিষ-ঘন জলে!
পাথরে ছলনা নেই, নদীদের আছে।
জনপ্রিয় কবি ও গদ্যকার। ধুলোখেলা গ্রন্থের জন্য পেয়েছেন বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৪। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ওড়ে চিঠি তোমার শহরে, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ভালোবাসা, ভালো, হে বিষাদ, ছুঁয়ে থেকো, মেহগিনি মেমরিজ।
One Response
bhalo laglo