







































এবিসি (Annapurna Base Camp) – নেহাৎই ইংরেজী বর্ণমালার প্রথম তিনটে অক্ষর নয়। পাহাড়প্রেমী মানুষদের কাছে এই তিনটে অক্ষর আসলে একটা আবেগ। অন্নপূর্ণা বেস ক্যাম্প (এবিসি) যাত্রা নেপালের অন্যতম জনপ্রিয় ট্রেকিং গন্তব্য।
এটি নেপাল হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের মধ্যে অবস্থিত এবং বেস ক্যাম্প থেকে পৃথিবী বিখ্যাত শৃঙ্গগুলির ৩৬০ (ডিগ্রি) ভিউ- এর সৌন্দর্য উপভোগ করা যায়়। (Annapurna Base Camp)
২০২৩ – এ অক্টোবর মাসের গোড়ার দিকে হইহই করতে করতে মিথিলা এক্সপ্রেসে চেপে সদলবলে পৌঁছে গেলাম বীরগঞ্জ হয়ে পোখরা। তারপর টানা পাঁচদিন ট্রেক, আর হাজারে হাজারে সিঁড়ি ভেঙে, জলে ভিজে, ঘামে সুপসুপে হয়ে, হাঁপাতে হাঁপাতে পৌঁছে গেলাম অন্নপূর্ণার প্রাঙ্গণে। (Annapurna Base Camp)
ফটো স্টোরি: ব্রাত্য পথের আবর্তে – ‘কুণ্ঠখাল’
ঝিনু- ছমরঙ- ব্যাম্বু- দেওরালি- মচ্ছপুছাড়ে বেসক্যাম্প হয়ে ‘অন্নপূর্ণা বেস ক্যাম্প’। সে রাস্তার শোভা কীভাবে বর্ণনা করা যায়, জানিনা। স্বর্গ যদি থেকে থাকে তাহলে বোধহয় এখানেই। আমাদের দলের কনিষ্ঠতম সদস্যের বয়স ছিল আট বছর। এই স্মৃতি সারাজীবন মনের মণিকোঠায় রয়ে যাবে।
এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যাত্রা করার উপযুক্ত সময়। ডিসেম্বরে ট্রেক করলে কিন্তু বরফের মধ্যে দিয়ে হাঁটার আর ভীষণ ঠাণ্ডার জন্য প্রস্তুতি নেওয়া বাধ্যতামূলক।
পেশায় আলোকচিত্রশিল্পী এবং অধ্যাপক। প্রায় গত পনেরো বছর ধরে বিভিন্ন বিখ্যাত ইনস্টিটিউশনে অধ্যাপনা করছেন ফটোগ্রাফি, মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন ইত্যাদি বিষয় নিয়ে। এছাড়া, প্রায় পঁচিশ বছর ধরে ছবি তুলে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। তাঁর ছবি জিতে নিয়েছে নানান পুরস্কার, প্রকাশিত হয়েছে জাতীয়স্তরের বিভিন্ন সংবাদপত্রে এবং ম্যাগাজিনে। তিনি কাজ করেছেন ন্যাশনাল জিওগ্রাফিকের মতো পৃথিবী-বিখ্যাত সংস্থার সাথে।
3 Responses
ছবি এবং লেখা অনবদ্য!
দারুণ লাগলো পুরোটা পড়ে। কী ভালো সব ছবি!
I can see everything just like a flashback! What a trek it was… ❤️