[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
কোলকাতা (Kolkata) থেকে টাকি (Taki) রোড ধরে ঘন্টা দেড়েকের পথ ধান্যকুড়িয়া (Dhanyakuria)। এখানে রয়েছে গায়েনদের রাজবাড়ি (Palace), সাহুদের রাজবাড়ি। গায়েনপদের মূল রাজবাড়িটি এখন পরিত্যক্ত, ঘাস আর বুনোগাছের জঙ্গলে অগম্য। তবু সামনের বিশাল তোরণ ও বাড়িটির যতটুকু দেখা যায়, তা মন ভোলায়।
গায়েনদের বর্তমান প্রাসাদোপম বাড়িটিতে এখনও একজন বংশধর বাস করেন। সাহুদের প্রাসাদে শীতে কখনও কখনও কেউ আসেন, অন্যথায় তালা বন্ধ। আর রয়েছে এক রাসমঞ্চ। সব মিলিয়ে একবেলার ছোট্টো ঘুরে আসার আদর্শ জায়গা ধান্যকুড়িয়া।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতকোত্তর।পেশায় শিক্ষক। বেলুড় বিদ্যামন্দিরের ফোটোগ্রাফির ডিপ্লোমা। ভালোবাসেন বেড়াতে, ছবি তুলতে আর পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দিতে।












