২০২০ সালের ভিয়েতনাম (Vietnam) ভ্রমণ। বৃষ্টির মধ্যেই মধ্য ভিয়েতনামের সৈকত শহর ‘দা-নাং’ (Da Nang) থেকে যাত্রা শুরু। সমুদ্র থেকে একেবারে পাহাড়ে। ‘বা-না’ (Ba Na Hills) পাহাড় অবশ্য দ্রষ্টব্য একটা স্থান। পাহাড়ের পাদদেশ থেকে কেবল কারে ৪২৩০ ফুট উঁচুতে ওঠা। নিরাপদ ঘরে বসে বাইরে চলমান বৃষ্টিস্নাত দৃশ্যাবলী নেমে যাচ্ছে আর আমরা ওপরে উঠছি, এও এক অভিজ্ঞতা। সর্বোচ্চ এবং দৈর্ঘ্যর কারণে এই সিঙ্গল লাইন কেবল কার (Cable car) বিশ্ব রেকর্ডের অধিকারী। ‘বা-না’ পাহাড় (৪৮৭২ ফুট) ‘ট্র ওং সন’ (Truong Son) পর্বত শ্রেণীর অন্তর্গত। ফরাসি কলোনি থাকার কারণে এখানে গথিক স্থাপত্যর (Gothic architecture) আধিক্য। দেওয়াল আর রাস্তা পাথরের। পুরো এলাকা ফুলের বাগান আর ফ্লাওয়ার বেডে (Flower bed) সজ্জিত। টিউলিপ (Tulip), হাইড্রাঞ্জিয়া (Hydrangea) আরও কত ফুল।
ভিয়েতনাম সফরে আমরা আবহাওয়া মোটামুটি ভালোই পেয়েছি। দু’এক দিন বৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যক্রমে ‘বা-না’ পাহাড় তার মধ্যে একটি। সারা সময় ঝিরঝিরে বৃষ্টি। ঘরে থাকলে ভালো। ঘুরতে হলে পুরোপুরি উপভোগ করা যায় না, গতি শ্লথ হয়। বর্ষাতি পরে হাঁটা, তবে সমগ্রিক ভাবে এও তো অন্য এক অভিজ্ঞতা। চারপাশে যা দেখেছি, সবই জলছবি।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, পাহাড়িয়া এবং ভ্রামণিক, আলোকচিত্র শিল্পী (জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত), ললিত কলা একাডেমী পুরস্কার প্রাপ্ত (অনার মেন্সান), ‘Federation International de la Arte Photograhoque’ থেকে Excellence Honors প্রাপ্ত (EFIAP)। এছাড়াও তিনি একজন প্রকৃতি প্রেমিক ও পুষ্পপ্রেমিক। ভারতের বিভিন্ন প্রদেশের পুষ্প প্রদর্শনীর বিচারক। ওঁর লেখা প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায়।
13 Responses
Lovely.
Thank you Chandan.
Already commented.
ভাস্কর, একমাত্র গুণীজন ই এমন প্রাণখোলা প্রশংসা করতে পারে।
লেখাটা আরো একটু বড় পরিসরে হলে ক্ষিদেটা পুরো মিটতো।
ছবিগুলো দেখে নিজেদেরও যাওয়ার ইচ্ছেটা জেগে ওঠে।
সম্পাদকদের কথা ফটো স্টোরি করার, ভ্রমণ কাহিনী নয়। তাই… ধন্যবাদ মতামতের জন্য।
Pore khub valo laglo. Excellent.
ধন্যবাদ অনীশ।
Wonderful Sir.
ধন্যবাদ অনীশ।
ধন্যবাদ সৌগত।
আর ও চাই। অনবদ্য ॥
যেমন লেখা, তেমন ছবি। আরো চাই।