[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
মহাত্মা গান্ধী রোডের ওপর চিৎপুর বাসস্ট্যান্ড। ২০২৪ সাল। মার্চ মাসের শেষ সপ্তাহ। গুগল (Google) বলছে তাপমাত্রা ৩৪ ডিগ্রী, অনুভবে ৪০, আপেক্ষিক আর্দ্রতা ৪৫ শতাংশ। রাস্তায় ভারতবর্ষের দেড়শ কোটির প্রতিফলন। ঘামতে ঘামতে কোনরকমে ক্যামেরা সামলে এগিয়ে চললাম নাখোদা মসজিদের (Nakhoda Masjid) দিকে। মাথার ওপর গনগনে আকাশ। তার দিকে হাঁ করে চাতকের মত তাকিয়ে আছে পুরনো দিনের বহুতল নির্মাণগুলো। যানবাহনের গুঁতোয় জীবন নাজেহাল। পবিত্র রমজান (Ramadan Celebration) মাস চলছে। তাই রাস্তার দুই ধারে রকমারি পসরায় সেজে উঠেছে স্থায়ী-অস্থায়ী দোকানগুলো। এমনিতেই জাকারিয়া স্ট্রিট (Zakaria Street) খাদ্য রসিকদের অন্যতম প্রিয় গন্তব্য। বিরিয়ানি, তন্দুরী, কাবাব, হালিম, সিমাই…আরো কত কী! প্রত্যেকটির স্বাদ অনন্য। বাবুর্চিদের হাতের ছোঁয়াই আলাদা। চলুন ঘুরে আসি কাবাবি পাড়ায়…পবিত্র রমজান মাসের পরিবেশটা উপলব্ধি করি…ছবির গল্পে।
পেশায় চিকিৎসক। নেশা, মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখা ভবিষ্যতের জন্য। ২০০৮ সালে Sony World photography awards এ অপেশাদার বিভাগে সেরা পুরস্কার ও ২০১৪ সালে অপেশাদার পোট্রেট বিভাগে প্রথম পুরস্কার প্রাপ্তি । Fountain Ink, Jet Airways Magazine, যারা পরিযায়ী, লিপি নাগরিক, হরপ্পা প্রভৃতি পত্রিকাতে কিছু ছবি ও ছবিতে গল্প প্রকাশ পেয়েছে।