[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
সুইডেন (Sweden), স্ক্যান্ডিনেভিয়া (Scandinavia) উপদ্বীপে অবস্থিত উত্তর ইউরোপের (North Europe) একটি দেশ। বাল্টিক সমুদ্রের ধারে অবস্থিত হেলসিংবর্গ (Helsingborg) সাউথ সুইডেনের একটি সৈকতশহর। বছরে দু মাস গ্রীষ্মকাল, বাকি বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে। নভেম্বর (November) মাসের শেষ দিক থেকে বরফ পড়া শুরু হয়ে যায়, চলতে থাকে এপ্রিল পর্যন্ত। তবে নভেম্বর থেকে এপ্রিল একটানা বরফ পড়ে না, মাঝে মাঝে তুষারপাত হয়। আবার মাঝে মাঝে বৃষ্টির সঙ্গে চলতে থাকে হাওয়া। ফলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়, মাইনাস ২৩ ডিগ্রি পর্যন্তও হয়। তখন লেকের জল জমে যায়। তার উপর দিয়ে হাঁটা যায়। তবে সেটা খুব বিপজ্জনক, কারণ উপরের অংশটা শক্ত হলেও নিচের অংশ জমে না। তবে একটানা সাত-আট দিন মাইনাস (Minus) তাপমাত্রা থাকলে খুব একটা ভয় থাকে না। জমে যাওয়া লেকের উপর স্কেটিং (Skating) করা হয়।
গৃহবধূ। সুইডেনের হেলসিংবর্গে বাস। ভালোবাসেন প্রকৃতির ছবি তুলতে ।